আজ শুক্রবার, ৫ই বৈশাখ ১৪৩১, ১৯শে এপ্রিল ২০২৪

জেলা কারাগারে মুরশেদ আলী নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে সদর হাসপাতালে মুরশেদ আলী নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। মারা যাওয়া মুরশেদ আলী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বীরেশ্বরপুর গ্রামের আরশেদ আলী ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ জেল সুপার মজিবুর রহমান মজুমদার জানান, মঙ্গলবার সকাল সোয়া ৬ টার দিকে মুরশেদ আলী অসুস্থ হলে তাকে প্রথমে কারাগারের মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সোয়া ৭টার দিকে ভর্তি করা হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৫৫ মিনিটে সে মারা যায়।
জেল সুপার আরো জানান, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে মুরশেদের ৬ মাসের কারাদ- হয়েছিল। গতবছরের ২৬ নভেম্বর থেকে সে কারাগারে ছিল। মুরশেদের মরদেহ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ