আজ শনিবার, ৭ই বৈশাখ ১৪৩১, ২০শে এপ্রিল ২০২৪

দুর্গাপুজা উপলক্ষে সদর উপজেলায় মতবিনিময়

মেহেদি হাসান

আসন্ন দুর্গা পূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আয়োজনে হিন্দুধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, ভাইস  চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম কবীর, আনসার ভিডিপির কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।  

মতবিনিময় সভায় হিন্দুধর্মীয় নেতৃবৃন্দের মধ্যথেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় চ্যাটাজি, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি সাংবাদিক ডাকলু কুমার ঘোষ, বারোঘরিয়া বাইস পুতুল মন্দিরের সাধারণ সম্পাদক মৃনাল ক্লান্তি পাল। 

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার কর্র্তৃক স্বাস্থ্য বিধি, নিদিষ্ট সময়ের মধ্যে বিসর্জন, মন্দিরের আশে পাশে কোন সমস্যা থাকলে তা নিরসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ  নিরাপত্তা জোরদার করা হবে। উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি জানান, এবারের সার্বজনীন দুর্গাপূজা সুষ্ঠু সুন্দরভাবে পালন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে   সার্বিক দিক দিয়ে সহযোগিতা করা হবে। তবে আনন্দ করতে গিয়ে যাতে আমাদের স্বাস্থ্যের ক্ষতি না হয় সেদিক ভেবে স্বাস্থ্য বিধি মেনে চলাফেরা করতে হবে। দুর্গাপূজা চলাকালীন সময়ে কোন সমস্যা হলে তিনি উপজেলা প্রশাসনকে অবহিত করতে চেয়ারম্যান অথবা উপজেলা নির্বাহী অফিসারকে যেকোন সময়  ফোন করে তা অবহিত করতে বলেন।  

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ