আজ শুক্রবার, ১২ই বৈশাখ ১৪৩১, ২৬শে এপ্রিল ২০২৪

শিবগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা

মেহেদি হাসান

শিবগঞ্জ উপজেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ-সময় বাজারে ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক আছে কি না তা যাচাই করা হয়। মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে কিনা সে বিষয়ে সচেতনতা তৈরি করা হয়। কোনো অসাধু ব্যবসায়ী পেঁয়াজের মূল্য নিয়ে কারচুপি করছে কি না তাও যাচাই করা হয়।
এ-সময় সহজে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে পেঁয়াজের আড়ত মেসার্স জুয়েল এন্টারপ্রাইজ নামক এক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় ৫ হাজার টাকা এবং শামীম স্টোরকে একই অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
এছাড়া অবৈধভাবে মোবাইল ফোন ও নকল পণ্য বিক্রি এবং আমদানিকারকের সিলবিহীন পণ্য বিক্রি করার অপরাধে মা টেলিকম নামক এক প্রতিষ্ঠানকে একই আইনের ৩৭ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ