আজ বৃহঃস্পতিবার, ১২ই বৈশাখ ১৪৩১, ২৫শে এপ্রিল ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে আরো ১৬ জনের করোনা পজিটিভ

মেহেদি হাসান

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে নতুন ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্তের পর জেলায় শনাক্ত সংখ্যা ১৬ জন বেড়ে এখন ১১৭ জন। টানা ৯ দিন ফলাফল না আসার পর মঙ্গলবার (৭’জুলাই) রাতে রাজশাহী থেকে আসা ৭০ জনের ফলাফলে সদরের ৯ জন ও গোমস্তাপুরের ৭ জন শনাক্ত হন। রাত সাড়ে ৮টায় সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জেলায় এ পর্যন্ত ৮৬ জন সূস্থ ঘোষিত হয়েছেন।। চিকিৎসাধীন রোগি এখন ৩১ জন। এর মধ্যে সদরে ১৪,শিবগঞ্জে ৩,গোমস্তাপুরে ৯,নাচোলে ৩ ও ভোলাহাটে ২ জন চিকিৎসাধীন রোগি রয়েছেন। মঙ্গলবার গোমস্তাপুরের ১৩ জনকে এবং গত সোমবার(৬’জুলাই) সদর ও ভোলাহাটের ৬ জন করে ১২ জনকে সূস্থ ঘোষণা করা হয়। তিনি বলেন,এ পর্যন্ত জেলায় শনাক্ত হয়েছেন সদরের ৪৫,শিবগঞ্জের ১৭,গোমস্তাপুরের ২৯,নাচোলের ১৪ ও ভোলাহাটের ১২ জন সহ মোট ১১৭ জন।

সিভিল সার্জন আরও বলেন,জেলা থেকে এ পর্যন্ত ৩ হাজার ৫৮০টি নমূনা পরীক্ষায় পাঠানো হয়েছে। এ পর্যন্ত ফল পাওয়া গেছে ৩ হাজার ৯১ টি নমুনার। এর মধ্যে পজিটিভ ফল এসেছে ১১৭টি। নেগেটিভ ফল এসেছে ২ হাজার ৯৭৪টি নমূনার। এখনও ফল আসেনি ৪৮৯টি নমূণার।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ