আজ শুক্রবার, ৬ই বৈশাখ ১৪৩১, ১৯শে এপ্রিল ২০২৪

রহনপুরকে পূর্ণাঙ্গ রেল বন্দরের দাবিতে মানববন্ধন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর-নাচোল -ভোলাহাট উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরকে পূর্ণাঙ্গ রেল বন্দরে পরিণত করার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টায় রহনপুর রেলওয়ে স্টেশনে রেল লাইনের ওপর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আধাঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র -ছাত্রীবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী বৃন্দ, রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, গোমস্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু ও মাহফুজা খাতুন, সাবেক ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান লালু ও আজিজুর রহমান, মহিলা নেত্রী সাবিহা শবনম কেয়া প্রমূখ।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, রেল বন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল,যুগ্ন-আহবায়ক সেরাজুল ইসলাম টাইগার ও সদস্য-সচিব ইয়াহিয়া খান রুবেল।

বক্তারা বলেন, গত ১১মার্চ রেল বন্দরের দাবিতে অনুষ্ঠিত বিশাল জনসভা শেষে বেঁধে দেওয়া ১৫ দিনের আল্টিমেটামের পরে আজকের মানববন্ধন কর্মসূচি এটাই প্রমাণ করে। অত্র এলাকার মানুষ রেলবন্দরের পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণে বদ্ধ পরিকর। অবিলম্বে রেল বন্দরের ঘোষণা দেওয়া না হলে চলমান আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হবে। মানববন্ধন থেকে ৩০মার্চ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে একই দাবিতে ঢাকাস্থ গোমস্তাপুর-নাচোল ভোলাহাট বাসীর উদ্যোগে মানববন্ধন সফল করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দরের ঘোষণার দাবিতে দীর্ঘ দুই মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে তিন উপজেলার জনগণ।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ