আজ শুক্রবার, ৬ই বৈশাখ ১৪৩১, ১৯শে এপ্রিল ২০২৪

গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পরিদর্শন করলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ

মেহেদি হাসান

মুজিববর্ষ উপলক্ষে চাঁপাইনবাগঞ্জের গোমস্তাপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের বাড়ি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। সোমবার (১২ জুলাই) বিকেলে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর খেলা মাঠ এলাকায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ১৩০ টি বাড়ি তিনি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শুকরুদ্দিনসহ স্থানীয়রা।
জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নেওয়া এটি প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। যা দেশের প্রত্যেক জেলা-উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে। তাই এই কাজে কোনো অনিয়ম, গাফিলতি সহ্য করা হবে না। এসময় তিনি নির্মাণাধীন বাড়ির কাজে নিয়োজিত মিস্ত্রিসহ নির্মাণ শ্রমিকদের সঙ্গে কাজের গুণগত মান নিয়ে কথা বলেন।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ