আজ বৃহঃস্পতিবার, ১১ই বৈশাখ ১৪৩১, ২৫শে এপ্রিল ২০২৪

গোমস্তাপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন

মেহেদি হাসান

গোমস্তাপুরে ” শিশু ও নারী উন্নয়নে সচেনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়ে)” শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন  গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান ও ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল।

আলোচনা শেষে শিশু ও নারী উন্নয়নে সচেনতামূলক যোগাযোগ কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক আব্দুস সালাম। উল্লেখ্য ওয়ার্কসপে ৪০ জন স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রশিক্ষণ গ্রহণ করেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ