আজ শুক্রবার, ১২ই বৈশাখ ১৪৩১, ২৬শে এপ্রিল ২০২৪

নামোশংকরবাটী কলেজের রজত জয়ন্তীর শুভ সূচনা

মেহেদি হাসান

নামোশংকরবাটী ডিগ্রি কলেজের রজত জয়ন্তীর শুভ সূচনা উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কলেজের অডিটোরিয়ামে শুভ সূচনা অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও নামোশংকরবাটী ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মঞ্জুরুল হাফিজ। 

শুভ সূচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ )চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি ডা. দুররুল হোদা।

 এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী, ম্যানেজিং কমিটির সদস্য ডা. আবুল হাসান, আব্দুল হাই ।  

শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি  জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, শিক্ষকদের ছাত্র-ছাত্রীদের জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখাতে হবে। তাহলে শিক্ষার্থীরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে নিজের মেধাকে কাজে লাগিয়ে বাজে সব কাজ ছেড়ে সামনে এগিয়ে যাবে। দেশকে এগিয়ে নিতে যেমন সবাইকে কাজ করতে হবে তেমনি শিক্ষার্থীদেরকে মানুষ করে গড়ে তুলার দায়িত্ব হবে শিক্ষকদের। 

জাতির জনকের স্বপ্নের বর্তমান বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক অবস্থা খারাপ হওয়া সত্বে আমাদের বাংলাদেশ বৈদেশিক রেমিটেন্সে পৃথিবীর অন্য দেশের চেয়ে এখনো এগিয়ে আছে।   

সূচনা অনুষ্ঠান শেষে কলেজ চত্বরে একটি ভিয়েতনামের ডাব গাছের চারা রোপন করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হক। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ